1 May 2K19...
আজ ১লা মে/মে দিবস...
আজকের দিনটি সারা বিশ্বে "শ্রমজীবী মানুষের" অধিকার রক্ষা করার উদ্দেশ্যে পালন করা হয়...!!!
সারা বিশ্বে/আমাদের দেশে প্রচলিত বিভিন্ন দিবস গুলোর মধ্যে আজকের দিবসটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিন্তু এই দিবসগুলো পালন করা দেখা সত্যি বলছি-আমার আফসোস হয়,হাস্যকরও লাগে
কারণ, দিবসগুলো শুধুমাত্র এক দিনের জন্য এবং এক দিন ফেসবুকে সেই দিবস নিয়ে কিছু পোস্ট দেওয়ার জন্য। যেমন:-
মা দিবস:- কেবল এই দিবস এলেই,আমাদের সুশীল সমাজের কুলাঙ্গার ছেলে-মেয়েরা বুঝতে/জানতে পারে যে---
"পৃথিবীতে মা নামের একজন কেউ আছে।যাকে ভালোবাসা উচিত,সম্মান করা উচিত,শ্রদ্ধা করা উচিত...!
তাই সেই দিন ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়ায় বাবা-মা কে নিয়ে কিছু নীতি বাক্যের পোস্ট পাই...!"
অথচ---
আমাদের দেশেই চালু আছে হাজারো বৃদ্ধা শ্রম।সেখানে কোনো জন্তু-জানোয়ার থাকে না, সেখানে থাকে বাবা-মা নামক প্রিয় মানুষগুলো। সেখানে তো বাবা-মায়েরা নিজেরা ইচ্ছে করে যায় না,তাদের সুযোগ্য,উচ্চ শিক্ষিত আর উচ্চ বিলাসী ছেলে-মেয়েরাই রেখে আসে। তবে সেই দিবসগুলো পালন করে কি লাভ হলো...
এমন হাজার হাজার দিবস আমাদের সমাজ ব্যবস্থায় প্রচলিত আছে।আজকের মে দিবস তাদের মধ্যে অন্যতম...
আজ সারা দিন এই দিবস টি নিয়ে সমাজের নামীদামী/গুনী মানুষের বিভিন্ন স্ট্যাটাস দেখলাম, বিভিন্ন নীতি বাক্য দেখলাম।যদি এই নীতি বাক্যগুলো সারা বছর থাকতো, তবে পৃথিবীতে হয়তো কোনো শ্রমজীবী মানুষ অসহায় থাকতো না,কোনো শ্রমজীবী না খেয়ে থাকতো না,কোনো শ্রমজীবী অপমানিত, নিপীড়িত, নির্যাতিত হত না...
কিন্তু আফসোস---
সকল হলেই হয়তো দেখা যাবে কোনো উচ্চ শিক্ষিত ছেলে/মেয়ে কোনো ভ্যান/রিক্সা চালক-কে বলছে-"ঐ রিক্সা/ভ্যান, ঐ খালি এই দিকে আয়...!
(এইটা ছোট্ট একটা উদাহরণ মাত্র, সারা দেশে হাজারো শ্রমিক প্রতি নিয়ত অপমানিত, নির্যাতিত,লাঞ্চিত হয়...)
সুশীল সমাজের কাছে আমার হাজার প্রশ্ন নয়, শুধু মাত্র একটি প্রশ্ন---
"আজ মে দিবস উপলক্ষে সারা দেশের বিভিন্ন স্থানে লক্ষ্য লক্ষ্য টাকা ব্যয় করে বিভিন্ন রঙ্গ-মঞ্চ হচ্ছে,এইগুলো বন্ধ করে টাকা গুলো কি হত দরিদ্র,গরীব মেহনতি মানুষের মাঝে বিলিয়ে দেওয়া যেত না...!!?"
===>বি:দ্র: ছোট মানুষ অনেক কিছু বলে ফেলেছি, ভুল হলে বা কারো মনে কষ্ট দিলে, আমি আন্তরিক ভাবে দুঃখিত..
==============================>Erfat Ahmed
No comments